বিনোদন ডেস্ক: দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। চলচ্চিত্রাঙ্গনে তিনি নিপুন নামে অধিক পরিচিত। এবার তিনি নারীদের সৌন্দর্য চর্চার জন্য টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের একটি বিউটি পার্লার খুলেছেন।
৪ জানুয়ারি দুপুরে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন শেখ সেলিম (এম.পি)। এতে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও তার স্ত্রী টিনা, কনা, কোনাল, আলিশা প্রধানসহ শোবিজ অঙ্গনের অনেকেই।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘অনেক দিন ধরেই এ ধরনের একটি প্রতিষ্ঠান করব বলে ভাবছিলাম। অবশেষে গতকাল সফল হতে পেরেছি। প্রতিষ্ঠানটি যেন ভালোভাবে চালিয়ে নিতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’
থাইল্যান্ডের থেরাপি অনুযায়ী নেইলসের পরিচর্যা করা হবে টিউলিপ নেইলস অ্যান্ড স্পাতে। এতে থাইল্যান্ডের মেয়েরা কাজ করছেন।
টিউলিপ নেইলস অ্যান্ড স্পা প্রতিষ্ঠানটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে যমুনা ব্যাংক ভবনের চতুর্থ তলায় অবস্থিত। এটি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।