মোঃ রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ১০৩টি আনন্দ স্কুলের ২ হাজার ৫ শত (প্রায়) ছাত্র ছাত্রীর শিক্ষা ব্যবস্থা অনিশ্চিত, শিক্ষার্থীরা আজও নুতন বছরের পাঠ্য বই পাইনি।
আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণীর কয়েকশ ছাত্র-ছাত্রী ও শতাধিক শিক্ষক-শিক্ষিকা পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বইয়ের জন্য ভিড় করে। এসময় পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে পরামর্শ করে সমাধান করার আশ্বাস দিলে দু’ঘন্টা অবস্থানের পর তারা উপজেলা চত্বর ত্যাগ করে।
রস্ক প্রকল্পের (আর ও এস সি) প্রকল্প পরিচালক (পিডি), স্কুল প্রতিষ্ঠা শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নিতির অভিযোগ ওঠায় প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। তবে প্রকল্পের পরিচালক (পিডি) ড. এম মিজানুর রহমান আমাকে ফোনে বলেছে এ প্রকল্পের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। শিক্ষা অফিসার শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাপারে জানতে চাইলে সরকারের দ্বায়িত্ব প্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান এমপি’র সাথে যোগাযোগের পরার্মশ দেন। ছাত্রছাত্রীদের বেলায় উর্দ্ধতন কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন ভর্তি ও নতুন বইয়ের জন্য তাদের নিজ নিজ এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে।