খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, বিশেষ অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস.এম.এ মান্নান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ বোরজাহান কবীর। বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন ন্নাহার ছবি, সি.এফ. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক বাবু নিরোদ চন্দ্র রায়। অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক কর্মকান্ডে শিশুদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে স্বত:স্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য আহব্বান জানান প্রধান অতিথি। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।