ঝিনাইদহ : জেলা কালীগঞ্জে আগুনে ২ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে। বুধবার দুপুরে বলরামপুর গ্রামের কাগমারি মাঠে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ৪ কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মতিয়ার রহমান জানান, দুপুরে বলরামপুর গ্রামের কাগমারি মাঠে পানের বরজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গ্রামের ইসারত, বিশ্বজিত, সবুর ও বুদ্ধিশ্বরের ২ বিঘা জমির পান পুড়ে গেছে।