• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে শিশু মিমির হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

New Rose Cafe, Saidpur

Manabbandhan Pic. 06-01-16দিনাজপুর প্রতিনধি : “ফাঁসি চাই ফাঁসি চাই, মিমি হত্যার বিচার চাই, দাবী হল ১টা হত্যাকারীদের বিচার চাই ” এই শ্লোগান দিয়ে দিনাজপুরে ৮ বছরের শিশু মাহফুজা আক্তার মিমির হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পলাতক ২ আসামী মজিবর রহমান ও কমলাকে অবিলম্বের গ্রেফতারও দাবী জানানো হয়।
বুধবার (৬ জানুয়ারী) সকালে দিনাজপুর শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনের সড়কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ ৫টি সংগঠন অংশগ্রহন করে। শিশু মিমি দিনাজপুরের ইসলামী রিচার্স সেন্টারের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সির তৈয়ব আলী দুলাল, মহিলা কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি, মিমির পিতা মাহবুব আলম, মা শিউলি বেগম, এলাকাবাসীর পক্ষে শহিদুল ইসলাম, মমিনুল ইসলাম, ইদি আমিন, শেখ আজবির , আহমেদ মন্ডল প্রমুখ। বক্তারা অবিলম্বে মাহফুজা আক্তার মিমির হত্যাকারীদের দৃন্তান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর দিনাজপুরে শিশু মাহফুজা আক্তার মিমিকে (৮) অপহরন করা হয়। পরে ১ জানুয়ারী শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর উপশহর ব্লক ৭/এ এর একটি মোজা পুকুরে বস্তাবন্দী অবস্থায় মিমির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার গৃহ শিক্ষক মাসুদসহ ৬ জনকে গ্রেফতার করে অপহরন ও হত্যার রহস্য উৎঘাটন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ