• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন |

রপ্তানি খাত বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
New Rose Cafe, Saidpur

হাসিনাঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। তাই আমাদের রপ্তানি খাত বৃদ্ধি করতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,‘আমরা দেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারি। উৎপাদিত পণ্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করতে পারি।’

এ সময় তিনি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেটজাতকরণসহ রপ্তানি খাতে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেশ হিসেবে দেখিয়ে খাদ্য আমদানি করে তা আত্মসাৎ করেছে বিএনপি-জামায়াত।

তিনি বলেন, ‘বাংলাদেশের দারিদ্র্য দেখিয়ে ভিক্ষা করে আমরা খেতে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াব। মাথা উঁচু করে দাঁড়াব। কারো কাছে হাত পাতব না। কারণ, আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমরা অন্যের ওপর নির্ভরশীল হতে চাই না।’

এ সময় তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগে বেসরকারি খাতকেও উৎসাহিত করা হচ্ছে। কৃষি উন্নয়নে বাংলাদেশ আজ একটি রোল মডেলে পরিণত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এ বছর পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ