মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলির মোড়ের বৈদ্যুতিক খুঁটির তারে দীর্ঘদিন যাবত গাছের শুকনো ডালপালা জঞ্জালের স্তুপ ঝুলে থাকলেও বিদ্যুৎ বিভাগ এগুলো অপসারনের কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
গত প্রায় ৫ মাস আগে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ লিলির মোড়ের পূর্ব অংশে কেন্দ্রীয় মসজিদ হতে লিলির মোড় হয়ে ইকবাল স্কুল মোড় পর্যন্ত প্রাচীরের বাইরে দোকান ঘর নির্মাণ করে। লিলির মোড়ের পাশে জেল সুপারের বাসভবনের গেটের সামনে একটি লতার মতো ফুলের গাছ ছিল। দোকান ঘর নির্মাণের সময় অন্যান্য গাছের সাথে জেল সুপারের বাসভবনের গেটের সামনের ওই ফুল গাছটিও কেটে ফেলা হয়। কিস্তু ওই ফুল গাছটি কেটে ফেলা হলেও ফুল গাছের যেসব ডালপালা বিদ্যুতের তারের উপর ঝুলে ছিল সেসব ডালপালা দীর্ঘ প্রায় ৫ মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত তা সরানো হয়নি।
শহরের লিলির মোড় একটি ব্যস্ততম এলাকা। এ মোড়টি ৪টি রাস্তার সংযোগস্থল হওয়ায় এটি একটি অত্যন্ত ব্যস্ততম ও শহরের প্রধান মোড় হিসেবে চিহ্নিত। এই বৈদ্যুতিক তারের নিচ দিয়ে দিনরাত চলাফেরা করে শত শত বাস, ট্রাকসহ অসংখ্য রিক্সা, অটোরিক্সা ও পথচারী। মাঝে মধ্যে শর্টসার্কিটের কারণে ছোট খাটো স্পার্কিং হয়। তখন আগুনের ফুলকি বিকট শব্দে নিচের দিকে ঝরে পড়ে। এতে পথচারীরা আতংকগ্রস্থ হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। কেউ বা মুখ থুবড়ে রাস্তার উপর পড়ে কেউ বা ড্রেনের উপর। কারো ভাঙ্গে হাত-পা, কারো ফাটে মাথা। আবার কেউবা সাইকেল, মোটরসাইকেল নিয়ে হুড়মুড়ি খেয়ে চিৎ হয়ে রাস্তার উপর পড়ে যায়।
গত প্রায় ৫ মাস যাবত এ অবস্থা বিরাজ করলেও দিনাজপুর বিদ্যুৎ বিভাগের উদাসীনতা আর দায়িত্বহীনতার কারণে এখনও ওই জঙ্গলের স্তুপটি বিদ্যুতের তারের উপর ঝুলে আছে। বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে এটি অপসারণ না করেই চলে গেছে বলে অভিযোগ করেছেন কয়েকজন দোকানদার।
লিলির মোড় এলাকার কয়েকজন দোকানদার জানান, বিদ্যুতের তারের উপর থেকে এই জঞ্জালের স্তুপটি (গাছের ডালগুলো) পরিস্কার করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা মোটা অংকের টাকা দাবী করে। দোকানদাররা দর কষাকষির এক পর্যায়ে চাঁদা তোলার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কিছু দোকানী চাঁদা দিতে অস্বীকার করায় অবস্থার কোন পরিবর্তন ঘটেনি। ফলে বিদ্যুতের তারের উপর ঝুলে থাকা জঙ্গলের স্তুপটি সরানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, জেল সুপারের বাসভবনের গেটে লতার মতো কাঁটাযুক্ত যে ফুলের গাছটি ছিল তা বড় হয়ে গেটের উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটির তারের উপর বিস্তৃত হয়। পড়ে গাছটি কেটে ফেললেও বিদ্যুতের তারের উপর ওই লতার মতো গাছটি শুকিয়ে ঝুলে থাকে। যা বর্তমানে ওই এলাকার দোকানীসহ পথচারীদের আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে।