শরীফুল ইসলাম, চাঁদপুর: মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার লাকী কুপন ড্র, স্মরণিকার উন্মোচন ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। লাকী কুপন ড্রয়ের ফলাফল প্রথম পুরষ্কার-০৪৭৮৫, দ্বিতীয় পুরস্কার- ৬০৩৫২, তৃতীয়- ১৯৪০১, চতুর্থ- ৫৫৬৯৮, পঞ্চম- ৬৫২৫৮, ষষ্ঠ,- ২৪৫৫৯, সপ্তম- ৭৭৫৩৭ ও ৪৯৪১১ অষ্টম- ২২৯৩১,৪৪৩৫৪, ৬৬৬৪৫, ৫৮৫২৪, ০১৪৩৮, ৫৫১৩৯, ৬১৩৩৮, ৫৬৯৭৩, ১৯৪৯৫, ৪৭৫৮৪, ৫৩২৩২, ০২১৯৭, ১৩৩১৯।
বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম, মহাসচিব শহীদ পাটওয়ারী যুগ্ম মহাসচিব শাহ মোঃ মাকসুদুর রহমান, স্মৃতিচারন পরিষদের আহবায়ক মহসিন পাঠান, সদস্য সচিব আয়াকুব আলী মাষ্টার, মাঠ ও মঞ্চের আহবায়ক হারুনুর রশিদ, যুগ্ম আহাবয়ক ইয়াহিয়া কিরন, সদস্য সচিব মানিক দাস, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, স্মরনিকা পরিষদের আহবায়ক রহিম বাদশা, লাকী কুপন পরিষদের সদস্য সচিব মোবারক সিকদার, যুগ্ম আহবায়ক মুহাম্মদ আলমগীর, মিডিয়া পরিষদের সদস্য সচিব কে এম মাসুদ, যুগ্ম আহবায়ক এ কে আজাদ, স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব অভিজিত রায়, প্রতিযোগীতা পরিষদের আহবায়ক ডা. পিযূষ কান্তি বড়ুয়া, সদস্য সচিব গৌৗরাঙ্গ সাহা, যুগ্ম আহবায়ক রাজন চন্দ্র দেসহ মেলার বিভিন্ন পর্যায়ের সদস্যগণ। অনুষ্ঠানের প্রথমেই রচনা লিকন, চিত্রাংকন, দেশাত্ব বোধক সংগীত, নজরল, রবীন্দ্র, নৃত্য ও বঙ্গবন্ধুর ভাষনের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার ও সনদপত্র তুলে দেন।
চাঁসক নতুন ছাত্রী নিবাসের নির্মাণ কাজে ধীরগতি
চাঁদপুর সরকারি কলেজের নতুন ছাত্রী নিবাসের নির্মাণ কাজ ধীর গতিতে এগিয়ে চলছে। রাস্তা সংক্রান্ত জটিলতায় এ নির্মাণকাজ কিছুটা বিলম্বিত হচ্ছে বলে নির্মাণকারী প্রতিষ্ঠান মের্সাস রিপন ট্রেসাস এন্ড আক্কাস কনস্ট্রাকশন জানিয়েছে। মের্সাস রিপন ট্রেসাস এন্ড আক্কাস কনস্ট্রাকশনের কর্ণধার ফারুক আহম্মেদ আখন্দ জানান, ৫ তলা ভিত বিশিষ্ট ৪ তলা এ নতুন ছাত্রী নিবাসটি শেখ হাসিনা ছাত্রী নিবাসের পাশেই ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। নিয়ম অনুযায়ী আমাদের নির্মাণ কাজ শেষ হবে ২০১৭ সালে ফেব্রুয়ারি বা মার্চের দিকে।
ইতোমধ্যেই সাত মাস পার হয়ে গেছে। কিন্তু এখনো পুরোদমে কাজ শুরু করতে পারছি না। এখানে রাস্তা সংক্রান্ত জটিলতার কারণে মাঝে মাঝে কাজ বন্ধ করতে হয়েছে। তাই কাজের গতি ধীর হয়েছে। তবে অল্প কদিনের মধ্যেই আমরা পূর্ণ গতিতে কাজ করতে পারবো। আশা করছি নিদিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারবো।
তবে এ কদিনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নির্মাণ কাজ তদারকি করতে দেখা গেছে। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ডিসেম্বর নবনির্মিত ছাত্রী নিবাসের ভিত্তি স্থাপন করেছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।