• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

‘রাজনীতি এখন ভাঙাচোরা অবস্থায়’

New Rose Cafe, Saidpur

nmmm-1পঞ্চগড় : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, ‘রাজনীতি এখন ভাঙাচোরা অবস্থার মধ্য দিয়ে পার হচ্ছে। এর মাঝখান থেকে যে নতুন রাজনীতি গড়ে উঠবে সেই রাজনীতিতে জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি রবিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘সামনের দিন আসছে নতুন রাজনীতির দিন। সেই রাজনীতিতে জাতীয় পার্টি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে।’

এজন্য তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহাম্মেদ, বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, রেজাউল করিম ভুইয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে সকালে স্থানীয় অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

পরে অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ