• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন |

এসআই জিল্লুরের প্রত্যাহার দাবিতে মহাসড়ক অবরোধ

New Rose Cafe, Saidpur

পুলিশসাভার :  সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিককে ক্রসফায়ারের হুমকি দেয়ার প্রতিবাদে এসআই জিল্লুরের প্রত্যাহার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে ।

ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই জিল্লুর রহমান গতকাল সোমবার স্থানীয় একটি ইটভাটার মালিকের কাছে চাঁদা না পেয়ে তাকে আটক করেন। পরে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক তাকে ফোন করে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে এসআই জিল্লুর তাকে ক্রসফায়ারের হুমকি দেন।

ছাত্রলীগ সভাপতি আতিক জানান, কামাল হোসেন নামের ওই ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এসআই জিল্লুর। চাঁদা টাকা না দেয়ায় তাকে অহেতুক আটক করে নিয়ে যায়। এ বিষয়টি নিয়ে তাকে ফোন করলে মদ্যপ অবস্থায় সে তাকে ক্রসফায়ারের হুমকি দেয়।

এদিকে, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থলে গিয়ে এসআই জিল্লুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রায় আধাঘন্টা পর অবরোধ তুলে নেয় ছাত্রলীগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ