• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

‘খালেদা অরাজক পরিস্থিতির অপচেষ্টা চালাচ্ছে’

New Rose Cafe, Saidpur

Forein-Minister-সিসি নিউজ: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “সরকারের ৭ বছরের ধারাবাহিক উন্নয়নে বিএনপি নেত্রী খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছেন। তাই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তিনি এখন দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।”

মঙ্গলবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চত্বরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়বুর রহমান শাহ’র সভাপতিত্বে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারকে জাতি আজ মনে প্রাণে গ্রহণ করেছে। তার প্রমাণ সম্প্রতি শেষ হয়ে যাওয়া পৌরসভার নির্বাচন। জাতি বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জ্বালাও-পোড়াও এবং বোমাবাজীর রাজনীতি করে মানুষের মন জয় করা যায় না।”

আবুল হাসান মাহমুদ আলী বলেন, “বর্তমান সরকারের আমলে বহির্বিশ্বে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাজনীতিবিদদের আরো আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।”

মন্ত্রী বলেন, “বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না। জঙ্গিবাদ দমনে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করা হবে। যারা ধর্মের নামে মানুষ হত্যা ও বোমাবাজী করে তাদের জনগণ ভালোভাবেই চিনে।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। এখন চলছে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মাটিতেই সকল যুদ্ধাপরাধীদের বিচার করে কলঙ্কমোচন করা হবে। এ জন্য আগামী প্রজন্মকে সঠিক রাজনীতিক ইতিহাস চর্চা করার সুযোগ করে দিতে হবে।”

কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা লীগের সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহতাব উদ্দীন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, জেলা ছাত্রলীগের আহবাহক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য রেজাউল হক বুলু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান বিপ্লব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ