মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে বিদ্যুতের তারে জড়িয়ে আলমগীর হোসেন নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাইনম্যান আকবর হোসেন (৪০) ও সাহায্যকারী মাজেদুর রহমান ( ৪২) নামে ২ জন আহত হয়েছেন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লাইনম্যানের নাম আলমগীর হোসেন (৪৮)। তিনি পরিবার নিয়ে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ পাওয়ার হাউজের কোয়াটারে থাকতেন।
মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় শহরের ফকির পাড়ায় কন্ট্রোল স্টেশনের নিকট এই দূর্ঘটনা ঘটে। লাইনম্যান আলমগীর হোসেন রাত সাড়ে ৩ টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ডিভিশন-১ এর আওতায় দিনাাজপুর শহরে ট্রান্সফরমার ব্র্যাকার পরিবর্তনের কাজ চলছে। নিয়ম অনুয়ায়ী এ কাজে ঠিকাদার নিযুক্ত করা হবে। ঠিকাদার তার লোক দিয়ে কাজগুলো করাবেন। কিন্তু দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদের সাথে শহরের গুড়গোলা এলাকার ঠিকাদার শাহীনের সাথে যোগসাজস করে কাজগুলো বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোক দিয়ে করাচ্ছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় শহরের ফকির পাড়ায় লাইনম্যান আলমগীর হোসেন বিদ্যুতের পোলে (কুঠিতে) উঠে কাজ করার সময় শার্টডাউনে থাকা লাইনে হাত না দিয়ে চালু থাকা ১১ হাজার ভোল্ডের লাইনে হাত দিয়ে দেন। এতে তিনি বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়েন। এ সময় তার সাথে থাকা দুই সহকর্মী তাকে বাচাঁতে গিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে আহত লাইনম্যান আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ৩ টার দিকে আলমগীরের মৃত্যু হয়।
এ ব্যাপারে দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ আলমগীর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আনিত অভিযোগ ঠিক নয়। সে ভূল করে শার্টডাউনে থাকা লাইনে হাত না দিয়ে চালু থাকা ১১ হাজার ভোল্ডের লাইনে হাত দিয়ে দেয়। এতে বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে পড়ে।
এ ঘটনায় দিনাজপুর বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে নিহত আলমগীর হোসেনের জানাযার নামাজ বুধবার দুপুর বাদ জোহর বালুবাড়ীস্থ পাওয়ার হাউজ সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রংপুরের বদরগঞ্জ উপজেলায় তাল লাশ দাফন করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের কর্কচারীরা জানান।