চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা সভাপতিত্বে এডিপির অর্থায়নে ১শত কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরনী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক, এস এ পিপিও জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কবিরুল ইসলাম, কৃষক নুরুন্নবী হোসেন প্রমুখ।