সিসি নিউজ: চার দিন বিরতির পর গাজীপুরের টঙ্গীর তুরাগপারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হচ্ছে আজ শুক্রবার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইজতেমা ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। তিন দিনের দ্বিতীয় দফার ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
পুলিশের পক্ষ থেকে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের নিরাপত্তায় পাঁচ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করবে।