রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি ১৮ জানুয়ারি শুরু হবে। ভর্তি চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার রাত ১১টার দিকে এ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট সূত্রে জানা গেছে।
ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এ জানা যাবে।
দ্বিতীয় মেধা তালিকা ২৪ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি।