কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফের নাফনদীস্থ নাইট্যং পাহাড় এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, কোস্ট গার্ডের একটি টহল দল দায়িত্ব পালন করছিল নাফ নদীস্থ নাইট্যং পাহাড় এলাকায়।
এ সময় কোস্ট গার্ডের টহল দল সন্দেহজনক এক ব্যক্তিকে দাঁড়াতে বলে। কিন্তু সে না দাঁড়িয়ে পালিয়ে যায়। এতে কোস্টগার্ডের টহলদলও তার পিছু নেয়। পরে ওই ব্যক্তি নাফ নদীতে পালিয়ে যেতে সক্ষম হলেও তার ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি তল্লাশি করে ওখানে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা কক্সবাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।