• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে বাল্য বিয়ে দিতে গিয়ে বাবা ও দুলাভাই শ্রীঘরে

New Rose Cafe, Saidpur

Copy-of-8b07d68e197daf2ec649a33eed7b1e00_L-700x466নীলফামারী :  নীলফামারীতে বাল্য বিয়ে দেয়ার অপরাধে বরের বাবাসহ দুই জনকে ১৫দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বরের বাবা শামসুদ্দিন আহমেদ (৫৫) ও বরের ভগ্নিপতি সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের ফারুক হোসেন (২৮)। মেয়ের বাবা ও নিকাহ্ রেজিষ্টার পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামে আশরাফুল ইসলামের ১৪ বছর বয়সী মেয়ে আকিবা আক্তারের বিয়ের আয়োজন করেন মেয়ের পরিবার। বর রুবেল আহমেদকে নিয়ে বরযাত্রীরা হাজির হন মেয়ের বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের অনুষ্ঠানে পুলিশ ও গ্রাম পুলিশকে পাঠান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর ও মেয়ে পরিবারের লোকজন বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি করেন। পরে পুলিশ চলে আসার পর রাত ১১টার দিকে ওই বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন উভয় পরিবারের লোকজন।
বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গ্রাম পুলিশের সহযোগিতায় শনিবার রাতে ওই দুইজনকে আটক করে নীলফামারী থানা পুলিশ। পরে রাতেই তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আটক দুই জনের ১৫দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বলেন, আগামী মার্চ মাসে নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হবে। এনিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চলছে। এর পরেও গত শুক্রবার তারা বাল্যবিয়ের আয়োজন করে। জানার পর আমি সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ পাঠাই। তারা বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিলেও রাত ১১টার দিকে গোপনে বিয়ের কাজ সম্পাদন করেন। শনিবার তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে ওই দন্ড দেওয়া হয়। মেয়ের বাবা ও নিকাহ্ রেজিষ্টার পলাতক রয়েছেন, তাদের আটকের চেষ্টা চলছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, দন্ডপ্রাপ্তদের রাতেই নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ