• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :

হরতাল পালনের আহবান জানালেন এরশাদ

New Rose Cafe, Saidpur

Rangpur-JAPA-Ershad-01রংপুর : দুর্বত্তদের হামলায় গুরুতর আহত জাতীয় পার্টির রংপুর মহানগরের সদস্য সচিব এস এম ইয়াসির আহম্মেদের সাথে দেখা করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।

রোববার দুপুরে তিনি রমেক হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ইয়াসিরকে দেখতে যান।

এসময় জাপা চেয়ারম্যান এরশাদ সাংবাদিকদেরকে বলেন, ‘দেশের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আমার দলের একজন জনপ্রিয় নেতার ওপর দিনে দুপুরে এভাবে হামলা হলো। এঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি রংপুর মহানগরে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছে। আমরা ইয়াসিরের উপর হামলার প্রতিবাদ করছি। রংপুরের জনগনকে বলবো ওই দিন আপনারা প্রকার কোন কাজে আসবে না।’

রংপুর মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব ইয়াসিরের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়ে এরশাদ বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে আমার দল আন্দোলনে আছে। আমরা আন্দোলন করছি। এই আন্দোলন অব্যাহত থাকবে। এ ঘটনায় মন্ত্রী, এমপি, রাঘোব বোয়াল যেই জড়িত থাকুক না কেন যারাই জড়িত তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে।’

এসময় সাবেক মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, সাবেক সাংসদ ও জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে একদল দুর্বৃত্ত মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসির এর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ