মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনজপুরের ফুলবাড়ীতে অলাভজনক স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠান টি এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনী সেন্টার তোফাজ্জল মাষ্টার স্মৃতি সংসদের উদ্যোগে ক্লিনিক চত্বরে দুঃস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। রবিবার সকাল সাড়ে ১১টায় টি এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনী সেন্টার চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি এম হেলথ কেয়ার এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মরিয়ম বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীর শিক্ষক সমিতির সাবেক সভাপতি, গ্রীনল্যান্ড মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টি এম হেলথ কেয়ার এর পরিচালক প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি এম হেলথ কেয়ার এর পরিচালক (অর্থ) মোঃ কামরুজ্জামান মাসুদ, পরিচালক (প্রশাসন) মোঃ মোকাররম হোসেন বিদ্যুৎ, টি এম হেলথ কেয়ার এর আবাসিক চিকিৎসক ডা. মোঃ আবু সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন ক্লিনিকের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজন।
আমতলী সীমান্তে ২১৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২
ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় আমতলী বিওপির বিজিবি স্বরশতিপুর এলাকায় অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মদ সহ ২ জন চোরা কারবারীর ব্যবসায়ীকে আটক করেন। রবিবার রাত্রি সাড়ে ১২টার সময় ফুলবাড়ীর ২৯ বিজিবির আওতায় আমতলী ক্যাম্পের টহল দলের হাবিলদার মোঃ ইসমাইল হোসেন গোপন সুত্রে খবর পেয়ে ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে আমতলী সীমান্তের নিকটস্থ স্থানের স্বরশতিপুর এলাকায় ওৎ পেতে থাকলে চোরাকারবারীদেরকে ধাওয়া করলে তারা মাদকের পোটলা ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা ২ জন চোরাকারবারীকে ২১৫ বোতল ফেন্সিডিল ও মদ সহ অটক করেন। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য আইনে আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ব্যপারে ফুলবাড়ীর ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলীর সাথে রবিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আটকের কথা জানান।