• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন |

রাজারহাটে তিস্তা নদীর স্পার বাঁধ পুনঃবাসন কাজে ব্যাপক অনিয়ম

New Rose Cafe, Saidpur

অনিয়মরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট ৬ নং স্পার বাধ ও আদর্শ গুচ্ছ গ্রাম এলাকায় তিস্তা নদীর বাঁধের বাম তীর বন্যা নিয়ন্ত্রণ পর্যন্ত রাজস্ব খাতে গৃহীত কাজের অগ্রগতির জন্য ২০১৫-২০১৬ অর্থ বছরের অস্থায়ী তীর সংরক্ষণ কাজসহ বিকল্প নির্মাণে ৪ কোটি ২০ লাখ টাকার কাজ বরাদ্দ আসে। এতে ডাংরাহাট আদর্শ গুচ্ছ গ্রামে তিস্তা নদীর বাম তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য ৪৬ হাজার ৭০টি গানি ব্যাগ, স্যান্ড-সিমেন্টস্ গানি ব্যাগ ১ লাখ ৯৬ হাজার ৭৭০টি (বস্তা) বরাদ্দ কাগজ-কলমে থাকলেও মাত্র গানি ব্যাগ ৪ হাজার (বস্তা) নদীতে ফেলে কুড়িগ্রাম পাউবো কর্তৃক যোগসাজসে ওই মেসার্স তাজুল ইসলাম-ঢাকা নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি ১৫ লাখ টাকা ও ৪০ কিউব এবং ৩৫ কিউব সাইজের ব্লক ৫ হাজার ৮শ’ পিস তৈরী করে ২৫ লাখসহ মোট ৪০ লাখ টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে।
সরজমিন জানা যায়, ডাংরারহাট নামক স্থানে তিস্তা নদীর বাম তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কি. মি. ১০৩.৩০০ তে অবস্থিত ৬নং ক্রস বাঁধ মেরামত পুনঃবাসনকল্পে প্রতিরক্ষামূলক কাজের জন্য প্রথমতঃ ৪০ কিউব সাইজের ব্লক ১২ হাজার ৯১ টি, ৩৫ কিউব সাইজের ব্লক ১২ হাজার ৩২টি ও ২০ সাইজের ৮ হাজার ৪০টি সহ মোট ৩২ হাজার ১১৬টি ব্লক তৈরী হবে বলে বরাদ্দ সূত্রে জানা যায়। গত ৩০-০৫-২০১৫ ইং থেকে কাজ শুরু করলে ৪০ কিউব সাইজের ব্লক ৩ হাজার ৬৫৭টি ও ৩৫ কিউব সাইজের ২ হাজার ৮৬০টি ব্লকসহ মোট ৬ হাজার ৪৬৪ ব্লক তৈরী করে কিছুদিনের জন্য কাজ স্থগিত রাখে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের ১৯% বাস্তব অগ্রগতি দেখিয়ে পাউবো কর্তৃপক্ষকে ম্যানেজ করে ২৫ লাখ টাকা উত্তোলন করে ওই প্রতিষ্ঠানের ঠিকাদার। এছাড়াও ডাংরারহাট আদর্শ গুচ্ছ গ্রাম নামক এলাকায় তিস্তা নদীর বাম তীর বন্যায় নিয়ন্ত্রণ বাঁধের কি. মি. ১০৩.৩৫০ কি. মি ১০৩.৯০০ পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৭৭৬টি বস্তা নদী বাঁধের তীর ধারে ফেলার কথা থাকলেও গত বছরে ২৪-০৫-২০১৫ এ কাজ শুরু করে শুধুমাত্র গানি ব্যাগ (পুরাতন) ৪ হাজার বস্তা নদীর ধারে ফেলে। এ কাজে আর্থিক অগ্রগতি ১৪.৯৯ দেখিয়ে বাস্তব অগ্রগতি ৫% হারে মাত্র ৪ হাজার বস্তা নদীতে ফেলে ৪০ হাজার ৫শ’ ৪৬টি বস্তা কাগজ কলমে দেখিয়ে পাউবোর অফিস কর্তৃপক্ষকে ম্যানেজ করে ওই প্রতিষ্ঠানের ঠিকাদার ১৫ লাখ টাকা উত্তোলন করেন। ফলে সরকারের গুরুত্বপূর্ণ এ উন্নয়ন প্রকল্পের কাজটি ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমানের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, কাজ সবেমাত্র শুরু হলো, এত তাড়াতাড়ি কাজের ত্র“টি ধরলে ঠিকাদার পালিয়ে যাবে। এমনিতেই এসব এলাকায় ঠিকাদাররা কাজ করতে অপারগতা প্রকাশ করেন। আপনারা সহযোগিতা করুন। এই বলে তিনি কৌশলে অনিয়মের বিষয়টি এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ