• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন |

তাজপুর বিওপিতে ২৯বিজিবির কম্বল বিতরন

pic-4ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সৌজন্যে দিনাজপুরের চিরিরবন্দরে তাজপুর বিওপি ক্যাম্পে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তাজপুর গ্রামে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. খালেকুজ্জামন পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী, দিনাজপুর সেক্টরের  অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এ এস এম রবিউল হাসান, অপারেশন অফিসার মেজর এ কে এম মোঃ হাসিবুল হোসেন নবী, পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য মোছাঃ সাবিনা সুলতানা। কম্বল বিতরণ অনুষ্ঠানে ২৯ বিজিবির সদস্যগণ, বিওপি কমান্ডার, কোম্পানী কমান্ডার ও ইলেকট্রিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে পুলিশের হাতে মাদক সম্রাট গামা আটক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে মাদক সম্রাট সিরাজুল ইসলাম গামা (৬০) কে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে পৌর শহরের ছোট যমুনা ব্রীজের পশ্চিম প্রান্তে সরকারী কলেজ মোড় এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী জানায়,ধৃত সিরাজুল ইসলাম গামা দীর্ঘ দিন থেকে সরকারী কলেজ মোড়ে বটতলী এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল,তাকে ইতিপূর্বে  কয়েক দফা ভ্রাম্যমান আদালত আটক করে  গাঁজা বিক্রির দায়ে সাজা দিয়েছে। কিন্তু সিরাজুল ইসলাম গামা আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে এসে আবারো গাঁজা ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একাধিক মাদক মামলা আছে।

ফুলবাড়ীতে সাংবাদিকের বাড়ী থেকে মটর চুরি
দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর গ্রামে দৈনিক ইনকিলাব এর ফুলবাড়ী প্রতিনিধি প্রভাষক আবু শহীদের নির্ম্মানধীন বাড়ী থেকে পানির সেচ মটর চুরি হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার সুজাপুর গ্রামে তার নির্ম্মাধীন বাড়ী থেকে এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক আবু শহীদ জানায়, প্রতিদিনেরমত মঙ্গলবার রাতে খাওয়ার পর শুয়েপড়ে তার ভাতীজা ইমামুল এহসান, এর পর সকালে দেখতে পায় তাদের সেচ পাম্পটি চুরি হয়ে গেছে।

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,গতকাল বুধবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বাষিক ক্রীড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, ম্যানেজিং কমিটির সদস্য আবু মুসা, আব্দুল ওহাব, সাংবাদিক রজব আলী, বিদ্যালয়ের অভিভাবক ঈশ্বর কুমার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভক্তি কুমার ঝাঁ, সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১৮টি ইভেন্টে বর্তমান ও প্রাতœন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

picসাব্বিরের দুটি কিডনী বিকল
দিনাজপুরের ফুলবাড়ীতে নবম শ্রেণীর মেধাবী ছাত্র সাব্বিরের দুটি কিডনী বিকল হয়ে গেছে। ব্যয়বহুল চিকিৎসা খরচ চালাতে পারছে সাব্বিরের দরিদ্র অভিবাবক। মানবতার সেবায় এগিয়ে আসুন।
সাব্বির হোসেন (১৫) রাজারামপুর এস. ইউ. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র। সে ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ পেয়েছে এবং ৫ম শ্রেণীর পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ এর পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি পায়। সাব্বির ফুলবাড়ী উপজেলার রাজারামপুর কাশিয়াডাঙা গ্রামের হাসান আলীর পুত্র। সাব্বিরের বাবা পেশায় একজন ভ্যান চালক। মা মোছাঃ সাবিনা বেগম গৃহকর্মী হিসেবে কাজ করতেন, ছেলের অসুস্থ্যতার কারণে এখন গৃহকর্মীর কাজ করতে পারেন না।
সাব্বিরের বাবা হাসান আলী জানান, গত মাসে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি)হাসপাতালের চিকিৎসকেরা সাব্বিরকে কিডনী ট্রান্সফারের জন্য নিজ আতœীয়র মধ্যে থেকে কিডনী না মিলায় সপ্তাহে দুটি ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন। হাসান আলী এনজিও থেকে  লোন নিয়ে ঢাকার পিজি হাসপাতালে ১০ বার ডায়ালাইসিস করিয়েছেন। এখন তার কাছে কোন টাকা না থাকায় চিকিৎসা খরচ চালাতে পারছে না ।  গত ২৩ জানুয়ারী সন্ধ্যায় সাব্বিরের বাবা-মা তাদের সন্তানকে নিয়ে স্থানীয় টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারে সামান্য টাকা নিয়ে আপাতত ডায়ালাইসিস শুরু করেছেন।এই কথা জানাতে জানাতে কীভাবে সন্তানের চিকিৎসা করাবেন! এই চিন্তায় অঝরে কাদতে শুরু করেন।
সাব্বিরের মা সাবিনা বেগম জানান, গত মাসে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি)  হাসপাতালে চিকিৎসার সময় স্থানীয় সংসদ সদস্য মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার চিকিৎসা খরচ চালাতে সহযোগীতা করেছেন।বর্তমানে টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার সহযোগীতা করেছে। কিন্ত ব্যয়বহুল এই চিকিৎসা খরচ টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার দীর্ঘদিন চালাতে পারবে না। তাহলে কীভাবে সন্তানের চিকিৎসা করাবেন!তার মেধাবী ছেলেটি কি চিকিৎসা খরচের অভাবে অকালে মারা যাবে? এই চিন্তায় অঝরে কাদতে শুরু করেন। সাব্বিরের মা সাবিনা বেগম আরও বলেন, সমাজে অনেক বিত্তশালী মানুষ আছে যাদের অর্থ থেকে সামান্য সহযোগীতা করলে হয়তো বেচে যেতে পারে তার সন্তান।
সকলে মিলে সাব্বিরকে বাচাতে এগিয়ে আসুন। মানবতার সেবায় এগিয়ে আসুন। নবম শ্রেণীর মেধাবী ছাত্র সাব্বিরকে চিকিৎসা খরচের জন্য সহযোগীতা করতে যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭৭৯৭১৬২৫১ (বিকাশ)। আপনার সামান্য সহযোগীতায় পারে সাব্বিরকে বাচাতে।

সীমান্তে বিজিবি-বিএসএফ এর সৌজন্য বৈঠক
দিনাজপুর সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেল ৪ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুন্টি ইউনিয়নের স্বরস্বতীপুর সীমান্তের  ৩০৭ মেইন পিলারের ১ নং সাব পিলারের নিকট পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী ২৯ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুরের ২৮ বিএসএফের কমান্ডার এসকে শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ২৮ ব্যাটালিয়ন বিএসএফ এর সেকেন্ড কমান্ডার শ্রী নলিত কুমার।
অধিনায়ক কোরবান আলী জানান, দু দেশের দুই বাহিনীর সহবস্থানের সম্প্রীতির অংশ হিসেবে সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের পতাকা বৈঠক শেষে বিএসএফ এর কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন বাংলাদেশের ২৯বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ