• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :

মজুরি না পেয়ে শ্রমিকদের মানবেতর জীবন যাপন

chilmari photo-29-1-16হাবিবুর রহমান, চিলমারী: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা কাজ শেষ করেও মজুরি বঞ্চিত। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন। যেন দেখার কেউ নেই। জনপ্রতিনিধিদের দেখা মিলছেনা।
জানা গেছে, সরকার অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মসৃজন প্রকল্প চালু করে। বিভিন্ন জটিলতার কারনে ৬টি ইউনিয়নের মধ্যে রমনা মডেল ইউনিয়নে ১দিন পরে কাজ শুরু হলেও জটিলাতার জট আটকে থাকলেও কতৃপক্ষের নিদের্শ অনুযায়ী পূর্বের তালিকা মতাবেক রমনা ইউনিয়নে ২৭০ জন শ্রমিকের মাধ্যমে কাজ শুরু হয় গত ৬ নভেম্বর ২০১৫। কাজ শুরু হলেও তালিকায় জটিলতার কারনে মেম্বারদের নিদের্শে কিছু নতুন শ্রমিকও উক্ত কাজে জরিত হওয়ায় জটিলতা আরো বেরে যায়। বিভিন্ন কারনে মেম্বাররা শ্রমিকদের বিল জমা না দেয়ায় কাজ করেও শ্রমিকরা মজুরি পাচ্ছেনা। র্দীঘদিন ব্যাপি কাজ করেও মজুরি না পেয়ে পরিবার পরিজন নিয়ে উক্ত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। পূর্বের শ্রমিকরা অভিযোগ করে বলেন গত বারের ন্যায় মেম্বাররা আমাদের কাজ থেকে এবারেও ২ থেকে ৩হাজার টাকা নিয়েও সরকারী নির্দেশকে অমান্য করে নাম দেয়ার কথা বলে নতুন করে আবারো কিছু মানুষের কাছে টাকা উত্তোলন করে তাদেরকেও কাজে লাগিয়ে বিভিন্ন জটিলতা শুরু করে নিজেরা গা-ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। তারা আরো অভিযোগ করে বলেন আমরা দিনমজুর মাস ব্যাপি কাজ করেও মজুরি না পেয়ে বউ ছাওয়া নিয়ে বড় কষ্টে আছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুদ্দৌলা জানান চেয়ারম্যান মেম্বারদের একাধিকবার শ্রমিকদের বিল দাখিল করার জন্য বলা হলেও অজ্ঞাত কারনে এখন পর্যন্ত বিল দাখিল না করায় শ্রমিকদের মজুরি দেয়া সম্ভব হচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ