• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন |

নীলফামারীর ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

ইউপি নির্বাচনসিসি নিউজ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী তফসিল থেকে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনের ক্ষেত্রে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ১২টি ইউনিয়নকে বাদ দিয়েছে।

তিনি জানান, ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ঘাঘর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া রংপুরের বাচোর, হোসেনগাঁও, নন্দুয়ার রানীসাংকইল পৌরসভা এলাকা সম্প্রসারণের ফলে উল্লেখিত ইউনিয়নসমূহের ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন হয়নি।

খুলনা জেলার বেগমপুর, শংকরচন্দ্র ও তিতুদহের ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন হয়নি। নীলফামারীর খোকশাবাড়ী, টুপামারী ও আমিনাবাদ ইউনিয়নের ওয়ার্ড সীমানা নির্ধারণ সম্পন্ন হয়নি।

বরিশাল চরফ্যাশনের আমিনাবাদ ও নুরাবাদ ইউনিয়নের ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া খুলনায় মাগুরা উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বাতিল হওয়া ১২টি ইউনিয়ন পরিষদের তালিকা এখানে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ