• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন |

পতিতাবৃত্তি তিন গ্রামের আয়ের প্রধান উৎস

11আন্তর্জাতিক ডেস্ক : শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, ভারতের তিনটি গ্রামের আয়ের প্রধান উৎসই হচ্ছে পতিতাবৃত্তি! না, এই তালিকায় বিখ্যাত যৌনপল্লী সোনাগাছি নেই। এর একটি হচ্ছে, উত্তরপ্রদেশের নাতপুরা। এই নাতপুরা গ্রামের পাঁচ হাজার বাসিন্দার আয়ের মূল উৎস ‘পতিতাবৃত্তি’। গত চারশো বছর ধরে পরম্পরাগতভাবে পতিতাবৃত্তিকেই বেছে নিচ্ছেন তারা।

আরেকটি হচ্ছে, কর্নাটকের দেবদাসিস গ্রাম। দেবদাসিসের মেয়েদেরকে দেবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর তাদের কুমারিত্বকে নিলামে তোলা হয়। এরপর থেকে সারাজীবন তাদেরকে পতিতা হয়েই কাটাতে হয়। এদেরও আয়ের মূল উৎস এই পতিতাবৃত্তি।

অপরটি হচ্ছে গুজরাটের ওয়াদিয়া। এ গ্রামের নারীরা পরিবারকে চালানোর জন্য পতিতাবৃত্তি করেন। পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীদের দালাল হিসেবে কাজ করে এ গ্রামের পুরুষরা। এ গ্রামেরও আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি।

তথ্যসূত্র : ভারতীয় অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ