• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন |

ইউপি নির্বাচন: দ্বিতীয় দফায় ৪১০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনসিসি নিউজ: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। নির্বাচনী পরবেশ নিয়ন্ত্রণ ও বিচারিক কাজ সম্পন্ন করতে মোট ৪১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে ৮ বিভাগের ৪৮ জেলার ৮২ উপজেলার প্রতিটিতে ১ জন করে মোট ৮২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনের দু’দিন আগে থেকে ভোটের পরের দিন পর্যন্ত মোতায়েন থাকবেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন মোট ৩২৮ জন। এদের মধ্যে প্রতি উপজেলায় ১ জন করে ৮২ জন প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত মোট ২০ দিনের জন্য নিয়োজিত থাকবেন। অবশিষ্ট ২৪৬ জন ভোটগ্রহণের দু’দিন আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার ইসির উপ সচিব মো. মহসিনুল হক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এবং বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ