• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন |

বেগুনি রঙের বিরল হীরা

হীরাআন্তর্জাতিক ডেস্ক: বেগুনি রঙের বিরল একটি হীরা পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির প্রত্যন্ত এলাকায় আরগেইল নামের একটি খনিতে এটি পাওয়া যায়। এ যাবৎ বেগুনি রঙের যত হীরা পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। হীরা সংগ্রহ ও বিক্রয় কোম্পানি রিও টিন্টো এটিকে তাদের বার্ষিক গোলাপি হীরার প্রদর্শনীতে শৌখিন বস্তু হিসেবে রাখা হবে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।

গত বছরের আগস্ট মাসে বেগুনি রঙের হীরাটি পাওয়া যায়। সেসময় সেটির ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। এতে ফাটল, গর্ত ও দাগ ছিল। কয়েক সপ্তাহ কাজ করার পর এটার ওজন হয় ২ দশমিক ৮৩ ক্যারেট। আকার দেওয়া হয় ডিম্বাকৃতির।

রিও টিন্টো হীরা সংগ্রহ ও বিক্রয় মহাব্যবস্থাপক প্যাট্রিক কোপেনস এক বিবৃতিতে বলেছেন, একেবারেই বিরল ও প্রকৃতিতে পরিমাণে কম এই হীরাটি এর সৌন্দর্য, আকার ও রঙের কারণে বহু কাঙ্ক্ষিত।

রিও টিন্টো হীরাটির মূল্য নির্ধারণ না করলেও জানিয়েছে, জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা এটিকে উল্লেখযোগ্য হীরা বলে আখ্যায়িত করেছে।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ