• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন |

বদরগঞ্জ হাসপাতালে অদ্ভূত নবজাতক প্রসব

CHILD PHOTO-1আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে অদ্ভূত এক নবজাতক প্রসব করেছেন প্রসূতি মা।  মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নবজাতকের জন্ম দেন উপজেলার জামুবাড়ি উন্তাপাড়ার মারজুমা বেগম(২৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে প্রসব বেদনা নিয়ে ঐ প্রসূতি মা ভর্তি হন। পরে রাত ১০টার দিকে অদ্ভূদ এ নবজাতকের জন্ম হয়।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহের নিগার সূলতানা জানান, নবজাতকটির দেহের তুলনায় মাথাটি বড় এবং পিঠের মাঝখানে উন্মূক্ত একটি মাংসপিন্ড ও পাগুলো কোঁকড়ানো। নবজাতকটি খুব সম্ভবতঃ মেনিংগো মাইনোসিস রোগে আক্রান্ত । তাকে জরুরি ভিক্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, বিষয়টি জটিল । নবজাতকটিকে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত কিছু বলা যাবে না। মাংস পিন্ডের উপরে চামড়া না থাকায় শিশুটির সূস্থ্যতা নিয়ে সন্দিহান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ