• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন |

‘সুবহান আল্লাহ’ লেখা বাস চলবে ব্রিটেনে

bus_23893সিসি ডেস্ক: রমজান মাসে ব্রিটেনের শতাধিক বাসে আল্লাহ’র প্রশংসা লেখা বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ব্রিটেনে মুসলমানদের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান এই বিজ্ঞাপন বের করছে। এ বিজ্ঞাপনের লক্ষ্য হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধের শিকারদের জন্য তহবিল সংগ্রহ করা।
‘মুসলিম রিলিফ নামে’ এই প্রতিষ্ঠানটি বলছে, ‘সুবহান আল্লাহ’ লেখা এসব পোস্টার ব্রিটেনে ইসলাম এবং ত্রাণ সহায়তার বিষয় সম্পর্কে মানুষের মনে ইতিবাচক মনোভাব তৈরি করবে। লন্ডন, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, লেস্টার এবং ব্র্যাডফোর্ডের বাসগুলোতে চলতি মাসের শেষের দিকে এসব বিজ্ঞাপনের প্রচার শুরু হবে।
বাসে সাঁটানো বিজ্ঞাপনে লেখা আছে- সুবহান আল্লাহ, রমজানে সওয়াব অর্জন করুন, দান করুন। জুন মাসের ছয় তারিখ থেকে ব্রিটেনে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। আর এই মাসেই অধিকাংশ মুসলমান তাদের সম্পদের ২.৫ ভাগ যাকাত হিসেবে নির্দিষ্ট খাতে দান করে থাকেন যা বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ