আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে জাহাজ ডুবিতে গত কয়েকদিনে ৭০০-এর অধিক শরণার্থীর ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার ইউরোপ অঞ্চলের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার বলেছেন, তিনটি পৃথক জাহাজ ডুবিতে এই ঘটনা ঘটেছে।
তিনি বলেন, প্রথম জাহাজ ডুবির ঘটনা ঘটেছে গত বুধবার। সেদিন ৬০০ শরণার্থী বহনকারী একটি জাহাজ উদ্ধার করা হয়। জাহাজের কিছু লোক এখনো নিঁখোজ।
দ্বিতীয় জাহাজ ডুবির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার এবং তৃতীয়টি শুক্রবারে। এই জাহাজ ডুবির ঘটনায় ৭০০-এর অধিক শরণার্থী এখন পর্যন্ত নিঁখোজ রয়েছে।
সূত্র: আলজাজিরা