শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরে ব্যাপক বৃষ্টিপাতের কারনে শহর-শহরতলীর বিভিন্ন এলাকার রাস্তাগুলোতে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে শত শত মানুষের জীবন যাত্রায় নেমে আসে সিমাহীন দূর্ভোগ। শহরের অধিকাংশ রাস্তার ড্রেনেজ সমস্যা থাকার কারনে পানি সরতে সময় লাগছে। রাস্তার বিভিন্ন আবর্জনায় ড্রেনেজগুলো ভরাট হওয়ার কারনে পানি নিস্কাষন হচ্ছে না।
রাস্তায় পথচারী থেকে শুরু করে যানবাহগুলো পোহাতে হচ্ছে বিড়ম্বনা। শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, ব্যাংক কলোনী, আদলত পাড়া, কালি বড়ি চত্বর, পালবাজার মোড়সহ চাঁদপুর শহরের অনেক গরুত্ব পূর্ণ সড়কসহ বিভিন্ন স্থানে অভিরাম ভর্ষনে তলিয়ে গেছে। শহরের রাস্তা ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ও আবাসিক এলাকার শত শত মানুষ মারাত্বক দূভোগের মধ্যে অমানবিকভাবে তাদের জীবন যাপন করছে। বহুকষ্ট শিকার করে পানি দিয়ে যাতায়তা করছে তারা।
এসব মানুষজন কর্মস্থলে যেতে হচ্ছে ড্রেনেজ নোংরা পানি মাড়িয়ে। এদিকে দিন আনে দিন খায় এধরণের খেটে খাওয়া মানুষজন ও শ্রমিকরা পড়েছে সবচেয়ে বেশি দূর্ভোগে। তারা সঠিক ভাবে তাদের কাজকর্ম করতে পাচ্ছে না। অপরদিকে ব্যবসায়ীরা ক্রেতা না থাকায় পড়েছে বিপাকে। তারা ক্রেতা সংকটের কারণে অবসর সময় কাটাতে হচ্ছে হতাশার মধ্যে। এছাড়া শহরের মার্কেট ও বাজাগেুলোতে দেখা গেছে বৃষ্টির কারনে সব স্থানেই ক্রেতা শূণ্য।