ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সোহেল ওয়াহিদ জিম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। জিম আমাদের সময় পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও সরকারী চাকুরী জীবি লায়লা আরজু মান বানু-এর একমাত্র ছেলে। জিম দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্টসিয়াল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ তে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে সে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেছে। জিম বর্তমানে ওই বিদ্যালয়ে নবম শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশুনা করছে। মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে সকলের কাছে দোয়া চেয়েছে যেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।