মাহবুবুল হক খান, দিনাজপুর : ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার আলোচিত কর্ণাই হামলা মামলায় আসামী হওয়ায় প্রায় আড়াই বছর আত্মগোপনে থেকেও সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আনিসুর রহমান বাদশা। এই নিয়ে তিনি টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে দুর্বৃত্তরা আওয়ামী লীগ সমর্থিত লোকজনসহ হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগসহ ব্যাপকভাবে লুটপাট ও মহিলাদের লাঞ্চিত করে। দেশব্যাপী আলোচিত এই ঘটনায় অন্যান্যের সাথে আনিসুর রহমান বাদশাকে আসামী করা হয়। তখন থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকেন।
আত্মগোপনে থেকেই মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনী প্রচারনায় এক দিনের জন্যও নির্বাচনী এলাকায় আসেননি। আত্মগোপনে থেকেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ১ হাজার ৫১০ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০,৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী মো. আবুল কাশেম পেয়েছেন ৮,৯৭১ ভোট। আলোচিত কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পেয়েছেন ৮৮৭ ভোট। এখানে নৌকা প্রতিক পেয়েছে ১০৫৭ ভোট।
এ ব্যাপারে তাঁর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্ণাই ঘটনায় আমার কোনরকম সম্পৃক্ততা ছিলনা। যেখানে আমার জন্ম, যেখানে আমি বড় হয়েছি, যে এলাকার মানুষের ভোটে এর আগে আমি দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এবার তৃতীয় বারের মত এলাকাবাসী আমাকে নির্বাচিত করে প্রমান করেছে আমি কোন সন্ত্রাসী নয়- আমি তাদের বিপদের বন্দু। তিনি বলেন, কেবলমাত্র বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার কারনে আমাকে কর্ণাই মামলার আসামী করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কর্ণাই ঘটনায় এলাকার একটি সাধারন মানুষও আমার সম্পৃক্ততার প্রমাণ দিতে পারবেনা।