ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মঙ্গলবার প্রাথমিক পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চর ধনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বালারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধ ুগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঘোগারকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এসময় পুরুস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নবী নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতাউর রহমান শেখ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী, অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা এবিএম রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি/সম্পাদক মো. রেজাউল ইসলাম, মো. মল্লিক হোসেন, প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন রায় প্রমূখ।