।। এস. এম. শরীফ মাহবুবুল আলম ।। ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারীদের মাসিক বেতন ১৩ হাজার ৭০০ টাকা। আর বিদ্যালয়ে পাঠদানরত শিক্ষকদের মাসিক বেতন ৬ হাজার টাকা। সে হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে পিয়নের তুলনায় অর্ধেকেরও কম বেতন পান কর্তব্যরত পুল শিক্ষকরা। ফলে শিক্ষকতার মতো পেশায় এসেও কর্মস্থলে হীনম্মন্যতায় ভুগতে হয় শিক্ষকদের। এ ধরনের বৈষম্যকে লজ্জাকর, অপমানজনক ও অমানবিক বলছেন শিক্ষাবিদরা।
ইউনেস্কো-আইএলও ১৯৬৬ ও ১৯৯৭ সালের সুপারিশমালায় শিক্ষকদের অধিকার, মর্যাদা, সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ইউনেস্কো-আইএলও ঘোষিত শিক্ষক সনদ-সংক্রান্ত ওই সুপারিশে স্বাক্ষরও করেছে বাংলাদেশ। এছাড়া এর বাস্তবায়ন কমিটিতে বোর্ড মেম্বার হিসেবে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। অথচ দেশের শিক্ষাস্তরের মূল ভিত্তি প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোয় অফিস সহকারীর (পিয়ন) মাসিক বেতনের অর্ধেকের চেয়েও কম বেতন দেয়া হচ্ছে পুল শিক্ষকদের।
একজন পুল শিক্ষক মাসিক বেতনের বাইরে কোনো ধরনের ভাতা বা সুযোগ-সুবিধা পান না। স্থায়ী কোনো পোস্টিংও দেয়া হয় না তাদের। অথচ সংশ্লিষ্ট উপজেলায় যখন যে বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকে, তত্ক্ষণাত্ সে বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিতে হয় তাদের। মানসম্মত বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের অপেক্ষায় থেকে পুল শিক্ষকদের অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে। সব শিক্ষককে সমান কাজ করতে হয়। ক্লাস-পরীক্ষা নিতে হয়। একইভাবে বিভিন্ন মিটিংয়েও উপস্থিত থাকতে হয়। তবে অন্য শিক্ষকদের তুলনায় বেতন অনেক কম। এমনকি পিয়নের অর্ধেক বেতন হওয়ায় হীনম্মন্যতায় ভুগতে হয়।এ অবস্থায় ভীষণ অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা।
পুল শিক্ষকের নিয়োগ নীতিমালা অনুযায়ী, প্রতি ছয় মাসের জন্য সাময়িক শূন্যপদের ভিত্তিতে তারা নিয়োগপ্রাপ্ত হবেন। প্রতি মাসে ৬ হাজার টাকা করে সম্মানী পাবেন। একদিন অনুপস্থিত থাকলে বেতন থেকে ২০০ টাকা করে কাটা হবে।
এ বিষয়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য ও ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্টের (আইএইচডি) সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষকদের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য পুল শিক্ষক নিয়োগ দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও পুল শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি ও যোগ্যতা সমপর্যায়ের। স্কুলে গিয়েও একই দায়িত্ব পালন করতে হয় তাদের। অথচ পিয়নদের চেয়েও অনেক কম বেতন দেয়া হয় প্রাথমিকের এ পুল শিক্ষকদের। এটি একই সঙ্গে লজ্জাকর, অপমানজনক ও অমানবিক।
তিনি আরো বলেন, আপনি শিক্ষকদের মানসম্মত শিক্ষাদানের কথা বলবেন। আর বেতন দেবেন পিয়নের চেয়েও কম। শিক্ষা ব্যবস্থায় এটি একটি বড় মাপের অসঙ্গতি। জাতীয় শিক্ষানীতিতে এ ধরনের সব অসঙ্গতি দূর করার কথা বলা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা অনুসরণ করা হয় না। তাই সরকারের উচিত সব ধরনের বৈষম্য দূর করে শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
জানা গেছে, ২০১১ সালের আগস্টে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। ওই বিজ্ঞপ্তির কোথাও পুল শব্দটি উল্লেখ ছিল না। লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ২৭ হাজার ৭২০ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ১২ হাজার ৭০১ জনকে সরাসরি শূন্য পদে নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে নিয়োগ না দিয়ে পুল শিক্ষক হিসেবে রাখা হয়। এর কিছুদিন পর সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, পুল শিক্ষকরা ১০ শতাংশ হারে শূন্য পদে নিযুক্ত হবেন। কিন্তু এ শর্ত উপেক্ষা করে দুই বছর পর আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়।
এসব পুল শিক্ষককে নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আড়াই হাজার পুল শিক্ষক। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ আড়াই হাজার পুল শিক্ষককে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে নিয়োগ না দেয়া পর্যন্ত নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার এখনো এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পুল শিক্ষকদের কম বেতন ও জীবনযাত্রার নিম্নমানের সঙ্গে জড়িয়ে আছে শিশুদের শিক্ষার বিষয়টিও। এটি পুরো ব্যবস্থার একটি সংকট। এ অবস্থায় শিক্ষাবিদরা একই সঙ্গে এসব পুল শিক্ষকের ভবিষ্যত্ ও দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার। অথচ পুরো বিষয়টির মীমাংসা সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
একই মত দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালও। তিনি বলেন, পুল শিক্ষকদের একটি নীতিমালা অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়ে থাকে। চুক্তিতে সম্মতি জ্ঞাপন করে পুল শিক্ষককে চাকরিতে যোগ দিতে হয়। একটি নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়া হয়। এর বাইরে কিছু বলার থাকে না। এর পরিবর্তন আনতে হলে সরকারকেই সে সিদ্ধান্ত নিতে হবে।