গাজীপুর : গাজীপুরের জরুন এলাকায় ড্রেজারের বালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম।
নিহত ওই শিশুর নাম শ্রীবাস চন্দ্র দাস (১০)। তার বাবা নিরঞ্জন চন্দ্র দাস ও মা গীতা রানী দাস স্থানীয় জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবালু বান্দা এলাকায়। তারা স্থানীয় জরুন এলাকার আরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। নিরঞ্জন জানান, তার ছেলে শ্রীবাস স্থানীয় বর্ণমালা আইডিয়াল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। বুধবার দুপুরে স্কুল থেকে কোচিং সেরে তার সহপাঠী আরিফ, রাকিব, সজল, শাওনের সঙ্গে জরুন পূর্বপাড়া এলাকায় খেলতে যায়। সেখানে ড্রেজারের পাইপলাইন দিয়ে একটি জলাশয় ভরাটের কাজ চলছিল। পাইপ দিয়ে যেখানে বালিমিশ্রিত পানি পড়ছিল সেখানে তারা খেলা করতে নামে। একপর্যায়ে শ্রীবাস ও আরিফ বালিমিশ্রিত পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় আরিফ ওঠে আসতে পারলেও শ্রীবাস তলিয়ে যায়।
এদিকে ওইদিন সন্ধ্যায় শ্রীবাস বাসায় না ফিরলে তার সহপাঠীদের কাছে তার সন্ধান করতে গেলে তারা ওই খবর জানায়। পরে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাতে শ্রীবাসকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে তার সন্ধান করতে থাকে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৮টা থেকে ঘটনাস্থলে গিয়ে বালি সরিয়ে তাকে উদ্ধার করার কাজ শুরু করা হয়। রাত ৮টার দিকে শিশু শ্রীবাসের লাশ উদ্ধার করা হয়েছে।