সিসি নিউজ: সাংবাদিকতার পাশাপাশি আউট সোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বাড়তি আয় করতে পারবেন সাংবাদিকরা। এজন্য আন্তরিকতার প্রয়োজন। সরকার সারাদেশে আউট সোর্সিংয়ের বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আগ্রহী করে তুলছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলেপমেন্ট প্রকল্পের আওতায় সাংবাদিকদের ‘আউট সোর্সিং’ পদ্ধতিতে আয় বাড়ানোর লক্ষ্যে কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার টিটিসি হল রুমে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।