• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন |

বিএসএফ-বিজিবি পাল্টাপাল্টি আটক

সীমান্তরাজশাহী: রাজশাহী জেলার চারঘাট সীমান্ত এলাকায় পদ্মা নদী থেকে মাছ ধরার দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অনুপ্রবেশের দায়ে ১১ ভারতীয় জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ আরো কয়েক জেলে দুটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে প্রতিদিনের ন্যায় বুধবার সকালে পদ্মায় মাছ ধরতে যান। এক পর্যায়ে তারা ভুলক্রমে পদ্মার ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ধাওয়া করে নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। এ সময় বিজিবির সদস্যরাও বাংলাদেশী সীমানায় অনুপ্রবেশকারী ১১ ভারতীয় জেলেকে আটক করে।

বিজিবি কর্তকর্তা লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফ বাংলাদেশি জেলেদের ছেড়ে দিলে আমরাও আটক ভারতীয় জেলেদের ছেড়ে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ