• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন |

সৈয়দপুরে মহানবীর নামে কটুক্তির অভিযোগ!

অভিযোগসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের একটি মসজিদের ইমাম বিরুদ্ধে মহানবীর নামে কটুক্তি করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার বাদ নামাজে জুমা ওই ইমাম এবং তার দোসরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

সূত্র মতে, গত বুধবার শহরের ডালপট্টিস্থ বায়তুন নূর মসজিতের ইমাম এশার নামাজের সময় আযান সম্পর্কিত মুসল্লীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের মাঝে মহানবীকে কটুক্তি করে। আর এর প্রতিবাদ করতে গিয়ে ইমামের দোসরদের হাতে মোক্তার সাঈদী নামে এক মুসল্লীকে লাঞ্চিত করে। পরবর্তীতে লাঞ্চিত হওয়ার এ খবর শহরে চাউর হয়ে যায়। তাৎক্ষণিক প্রতিবাদ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দপুর। পরে আহলে সুন্নাত ওয়াল জামাত আজ শুক্রবার ইমাম এবং তার দোসরদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও জিআরপি মোড়ে প্রতিবাদ সভার ঘোষণা দিয়ে শহরে লিফলেট বিলি করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার মৌখিক একটি অভিযোগ পেয়েছেন বলে সিসি নিউজকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ