সিসি ডেস্ক: বাংলাদেশে ধর্মীয় সহিংসতার সাম্প্রতিক পর্ব দেশে সন্ত্রাস দমনে চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি এসব ঘটনা বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার এ দেশে গভীর রাজনৈতিক সঙ্কটকেও তুলে ধরেছে।
লেখক, অ্যাক্টিভিস্ট, ধর্মীয় সংখ্যালঘু সেই সাথে সমকামী নারী-পুরুষ, উভকামী ও হিজড়া (এলজিবিটি) সম্প্রদায়ের ওপর সিরিজ হামলা গত বছরের সেপ্টেম্বর থেকে দক্ষিণ এশিয়ার এ দেশটিকে নাড়িয়ে তুলেছে। – সিএনবিসি।
এ সপ্তাহের আগে পৃথক ঘটনায় একজন খ্রিস্টান মুদি দোকানি, হত্যা মামলার তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও এক হিন্দু পুরোহিতকে খুন করতে দেখা গেছে। তাদের হত্যা করা হয় ছুরি, বন্দুক ও চাপাতি দিয়ে। গত মে মাসের ভুক্তভোগীদের মধ্যে এক বৌদ্ধ ভিক্ষু ও দুই সমকামী পুরুষ রয়েছে। এছাড়া আগের মাসগুলোতে একজন উদারপন্থি ব্লগার ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে টার্গেট করা হয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ত্রিশ জনের অধিক মানুষ নিহত হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার ভারত উপমহাদেশীয় শাখা (একিউআইএস) কিছু হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ এ বহুজাতিক গোষ্ঠীগুলোর দেশে বিদ্যমান থাকার বিষয়ে অস্বীকার করেছে। এর পরিবর্তে তারা বিরোধী দল বিএনপি এবং আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) মতো স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দোষারোপ করছে।
আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। দলটিকে বিশদভাবে ব্যবসাবান্ধব ও প্রতিবেশি রাষ্ট্র ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায়কারী হিসবে দেখা হয়। অন্যদিকে বিএনপি ইসলামের সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট। ইসলামি দল বাংলাদেশ জামায়াতে ইসলামিকে মিত্র হিসেবে গ্রহণ করেছে দলটি। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে গত এপ্রিলে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।
হামলার পেছনে কারা রয়েছে তা এখনও নিশ্চিত নয় কর্মকর্তারা। বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ দুইটি গ্রুপের নেতাদের শনাক্ত করেছেন। এসব ঘটনায় তারা দায়ী বলে মনে করা হয়।
এর কারণ ব্যাখ্যা করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির দক্ষিণ এশিয়ার ‘কন্ট্রোল রিস্ক’ বিষয়ক রাজনৈতিক পরামর্শক রোমিতা দাস। তিনি বলেছেন, বাংলাদেশের জটিল সন্ত্রাস ভূদৃশ্য একটি চ্যালেঞ্জ। সম্ভবত প্রতিষ্ঠিত অভ্যন্তরীণ নেটওয়ার্কগুলো ছোট ছোট ইউনিটে বিকেন্দ্রীকরণ হতে পারে। এর ফলে এসব সংগঠনগুলোকে প্রতিহত করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ধর্মনিরপেক্ষ ও রক্ষণশীল মুসলিমদের মধ্যে দীর্ঘকালের উত্তেজনাও এসব হিংস্র হত্যাকা-কে গুরুত্ব দিয়েছে।
দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ মতবাদের ওপর প্রতিষ্ঠা করা হয়। তবে ইসলাম সরকারিভাবে ‘রাষ্ট্র ধর্ম’। এই বৈপরিত্বের প্রতিবাদ করেছেন স্বৈরাচার ও কমিউনিজম বিরোধী হিসেবে পরিচিত একদল বুদ্ধিজীবী। তারা সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামের বাতিল চেয়ে ১৯৮৮ সালে একটি আবেদন করেন। চলতি বছরের মার্চে শুনানি ছাড়াই হাইকোর্ট এ অনুরোধ প্রত্যাখ্যান করে।
তোপের মুখে সরকার:
বিশ্লেষকরা বর্তমানে চলমান সন্ত্রাসের একটি মূল অনুঘটক হিসেবে সরকারের ক্রমবর্ধমান অব্যবস্থাপনাকে এককভাবে তুলে ধরেছেন।
রোমিতা দাসের মতে, সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিরোধী দলগুলোকে সরকার কোণঠাসা করায় নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। আর মৌলবাদী গোষ্ঠীগুলো এ শূন্যতা পূরণ করছে।
চলতি সপ্তাহে বুদ্ধিজীবী ফার্ম ‘স্ট্রানফোর’এক প্রতিবেদনে বলছে, শেখ হাসিনা দেশে ইসলামি স্টেটের উপস্থিতি জোরালোভাবেই প্রত্যাখ্যান করেছেন। ধারণা করা হয়, বিদেশি বিনিয়োগ ধরে রাখতে তিনি এমনটি করছেন। বিশেষত দেশের পোশাক রপ্তানি শিল্প বাঁচাতে। বিশ্বের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ চীন। এরপরেই অবস্থান বাংলাশের। দেশের আশি ভাগ রপ্তানি রাজস্ব হয় এ খাত থেকে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ৬৮ বছর বয়সী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অজুহাতের আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা জোরদারের নামে প্রধান দুই দলকে আরও কোণঠাসা করছেন।
আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি হয়েছে। মুদ্রাস্ফীতি, ঋণ ও দারিদ্র্যের স্তর হ্রাস পেয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গণমাধ্যম ও সার্বিক মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য দলটির দীর্ঘ সমালোচনা করে আসছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশীয় অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস চলতি বছরের শুরুতে এক প্রতিবেদনে বর্তমান প্রশাসনকে একটি ‘স্বেরাচারী শাসন’ বলে আখ্যা দেন। বলেন, এটা ভয়ানক যখন ব্লগার খুন হয় সরকার তখন কেবলই নিজের প্রশংসা নিজেই করে।
চলতি বছর বাংলাদেশের সর্বাধিক বিক্রিত ইংরেজি দৈনিক সংবাদপত্রের সম্পাদক মাহফুজ আনামকে মানহানি ও রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করা হয়েছে।
স্ট্রাটফোর ও কন্ট্রোল রিস্ক উভয়ই আসল বিষয় উল্লেখ করে বলে, বিরোধী দলগুলোকে প্রচ-ভাবে কোণঠাসা করা হয়েছে, যাতে করে তারা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন ও ধর্মঘটের মাধ্যমে সরকারের দমনমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম না হয়।
স্ট্রাটফোর জানায়, হাসিনা একটি রাজনৈতিক হিসাব কষেছে। যদি তিনি দেশের ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে পারেন; যেখানে কর্মসংস্থান তৈরি হবে, দারিদ্র্য কমবে ও স্বাস্থ্য সেবা পরিসর বাড়বে। তাহলে ভোটাররা ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের এক দলীয় শাসনকে ভাল দৃষ্টিতে দেখবে এবং তাদের পুরস্কৃত করবে।
বৃহত্তর প্রভাব:
যুক্তরাষ্ট্রের ইনভেস্টার সার্ভিস সিএনবিসি‘কে বলেন, বাংলাদেশে সহিংসতা পর্ব এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। যদি এটা মহামারি আকারে রূপ নেয় তাহলে তা দেশের বর্তমান ঋণ পরিশোধের হারের ওপর ঝুঁকি চাপিয়ে দেবে।
সংস্থাটির ঝুঁকি বিষয়ক স্বাধীন বিশ্লেষক অনুষ্কা শাহ বলেন, আমরা ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি অপেক্ষাকৃত উঁচু মাত্রার দেখতে পেয়েছি। কারণ অভ্যন্তরীণ রাজনীতিকে অত্যন্ত মেরুকরণ করা হয়েছে।
শাহ বলেন, সন্ত্রাসী সম্পৃক্ততার সহিংসতার পাশাপাশি দেশের বাইরে বাংলাদেশের অবস্থান নিম্নগামী হওয়ার ঝুঁকি রয়েছে। রেমিটেন্স অথবা রপ্তানি হ্রাস ও ব্যাংকিং ব্যবস্থপনায় সাপেক্ষ দায়ের ঝুঁকি রয়েছে।
বিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংসের পরিচালক থমাস রুক মাকার বলেন, রেটিং দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সহিংসতা সংশ্লিষ্ট বিষয়ে প্রধান ঝুঁকি রয়েছে। কিছু পর্যায়ে নিরাপত্তা সমস্যা বিদেশিদের বিনিয়োগ থেকে বিরত রাখতে পারে। বিশেষত তৈরি পোশাক শিল্পের বিনিয়োগকারী ও বায়াররা এ অঞ্চলের অন্যান্য দেশে তাদের ব্যবসা সরিয়ে নেবে। যা বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদি হানা দেবে। তবে এতদূর পর্যন্ত আমরা এ ঝুঁকিকে দানা বাঁধতে দেখিনি।
দাস বলেন, এ পর্যন্ত বাংলাদেশে ইউনিলিভার, চেভরন, এইচএসবিসি ও ব্রিটিশ আমেরিকা টোবাকোর মতো অসংখ্য বহুজাতিক কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়নি। এপর্যন্ত বহুজাতিক সংস্থার কোন দোকান বন্ধ করার খবরও পাওয়া যায়নি। পাশাপাশি বিদেশিদের ঝুঁকি এখনও বিচ্ছিন্ন পর্যায়ে রয়েছে