• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন |

১৪২ তলা আইকন টাওয়ার নির্মাণে চুক্তি আজ

আইকন টাওয়ারসিসি নিউজ: ঢাকার পূর্বাচলে ১৪২ তলাবিশিষ্ট একটি আইকন টাওয়ার নির্মাণে যুক্তরাষ্ট্রের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কেপিসির সঙ্গে আজ রোববার চুক্তি করছে সরকার। বিকেলে অর্থ মন্ত্রণালয়ে ওই প্রতিষ্ঠানটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হবে। এই চুক্তিতে অর্থমন্ত্রী ও কেপিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, কনভেনশন সেন্টারের মূল মিলনায়তনে একসঙ্গে ৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ৫০ হাজার। মুহিত বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হবে। দেশি-বিদেশি সবার কাছে পূর্বাচল আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থান হিসেবে বিবেচিত হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ৭০ একর জমির প্রয়োজন হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এজন্য এ এলাকাকে জাতীয় যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এর সম্ভাব্য ব্যয় নির্বাহের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান কেপিসি গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।

মুক্তিযুদ্ধের রূপায়ণ ঘটবে ১৪২ তলা টাওয়ারে ‍

বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। লাখো শহীদের রক্ত দিয়ে কেনা লাল-সবুজের পতাকা বাঙালির ত্যাগ আর মহিমার কথাই বলে। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আছে। আছে আকাঙ্খার অপূর্ণতা। তবুও সেই চেতনাকেই বুকে ধারণ করে বাঙালির সমস্ত আয়োজন।
মক্তিযুদ্ধের চেতনা রূপায়ণের এমন-ই এক আয়োজন ‘আইকন টাওয়ার’। টাওয়ারের প্রস্তাবিত নকশায় মুক্তিযুদ্ধের চেতনাই ফুটিয়ে তোলা হয়েছে।
সূত্র জানায়, ১৪২তলা এই টাওয়ারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে। এটি নির্মাণ সম্পন্ন হলে দুই পাশ থেকেই  ৭১ লেখা ফুটে উঠবে।
বিশ্বের অন্যতম সর্বোচ্চ এই টাওয়ার স্থাপনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। দেশ বিদেশের পর্যটকরা টাওয়ার পরিদর্শনে এসে মুগ্ধ হওয়ার পাশাপাশি মুক্তযুদ্ধের বিশেষ গুরুত্ব অনুভব করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ