• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ অপরাহ্ন |

নতুন জঙ্গি সংগঠন ‘বন্ধু ফান্ড বাইতুলমাল’!

বগুড়াসিসি ডেস্ক : বগুড়ায় ‘বন্ধু ফান্ড বাইতুলমাল’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের সমন্বয়কারীসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১টি জিহাদি বই ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো- শহরের মালতীনগর এমএস ক্লাব মাঠ এলাকার নাজমুল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৬), পূর্ব পালশা এলাকার শাহজালালের ছেলে সাইফুল ইসলাম (২৭), বগুড়া সদরের বুজরুগবাড়িয়া গ্রামের একেএম আজাহারুল হকের ছেলে ফারুক হোসেন (৩৫), মালতিনগর পাইকারপাড়ার আব্দুল মতিনের ছেলে সাদ্দাম হোসেন (২১), মালতীনগর এমএস ক্লাব মাঠ এলাকার মোমদের হোসেনের ছেলে ছানাউল্লাহ ওরফে রানা (১৯), তার বড়ভাই সালমান কবির রাসেল (২১), সদরের চক আলম গ্রামের ওয়াহেদ আলীর ছেলে আব্দুল আজিজ (২৪), শহরের হাকির মোড় ঘোনপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩২), লতিফপুর মধ্যপাড়ার মজিবুর রহমানের ছেলে সোহাগ আলী (২২), গন্ডগ্রাম মন্ডল পাড়ার শাজাহান মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল (২০) এবং লতিফপুর মধ্যপাড়ার গোলাম হোসেনের ছেলে আজিজুর রহমান (২৩)।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের শহীদ খোকন পার্ক থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশেকুন নবী খন্দকার বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতরা শহরের শহীদ খোকন পার্কে গোপন বৈঠকের মাধ্যমে সরকারবিরোধী জিহাদি বই বিতরণ-প্রচারণাসহ নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের লক্ষ্যে ষড়যন্ত্র করছে। পুলিশ এমন তথ্য পেয়ে খোকন পার্কে হাজির হলে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ  উল্লিখিত ১১ জনকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের লক্ষ্যে বন্ধু ফান্ড বাইতুলমাল ব্যানারে একত্র হয়ে ষড়যন্ত্র করছিল। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, এই সংগঠনের সমন্বয়কারী সাদ্দাম হোসেনের বাড়িতে জিহাদি বই ও অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে। পরে মালতিনগরে তার বাসা তল্লাশি করে ২১টি জিহাদি বই ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গ্রেপ্তারকৃতদের ইসলামী ছাত্রশিবিরের নেতারা অন্তরালে থেকে পরিচালনা করে আসছিল। মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন এই সংগঠনের সমন্বয়কারী।

এদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, ১১ জনের মধ্যে সাতজন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের এবং একজন মেরিন একাডেমির ছাত্র। তাদের এক বন্ধুর মা মারা যাওয়ায় তারা খোকন পার্কে অপেক্ষা করছিল জিলা স্কুল মাঠে জানাজায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ