সিসি ডেস্ক: একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার থেকে প্রতিমাসে সম্মানী হিসেবে পান এক হাজার পাঁচশ ৭৫ টাকা। নিজের ইউনিয়ন পরিষদ থেকে তিনি পান আরো দুই হাজার টাকা। তার এই মোট পাঁচ বছরের মেয়াদকালে তিনি দুই লক্ষ ১৪ হাজার টাকার বেশি পাবেন না। তিনি এই পদের জন্য অন্য কোন ধরণের বেতন ভাতাও পান না।
তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো দলগুলোর কার্যালয়ের সামনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের লম্বা লাইন দেখা গেছে। বিশেষত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা দলের মনোনয়ন লাভের জন্য এবং নির্বাচিত হওয়ার জন্য ২০ থেকে ৫০ লক্ষ টাকা ব্যয় করেছেন।
তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, কোন যাদুর কাঠি তাদেরকে এই পদে নির্বাচিত হওয়ার জন্য এতো টাকা খরচ করিয়েছে? খুব ভালো করেই বুঝা যাচ্ছে সেই যাদুর কাঠিটি জনগণ থেকে প্রাপ্ত সম্মান বা তাদের সেবা করার ইচ্ছা নয়। এটা এমন কিছু যা আপনি ইতোমধ্যে অনুমান করে ফেলেছেন। বিশেষজ্ঞদের মতে, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ক্ষমতা এবং টাকার লোভে ক্ষুধার্ত।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, যদিও একজন চেয়ারম্যানের সম্মানী খুবই কম কিন্তু তার এই পদটি ‘লাভজনক’ এবং নিজের পদের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি খুব সহজেই নিজের এলাকায় আধিপত্য বিস্তার করতে পারেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি বিশাল অবৈধ সম্পত্তির মালিক হতে পারেন।
তিনি আরো বলেন, একবার নিজের দল ক্ষমতায় থাকা অবস্থায় তারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দলে তাদের অবস্থার উন্নতি ঘটবে।
সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল(অব.) এম সাখাওয়াত হুসাইন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার মানে হচ্ছে কোন এলাকায় নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং কোথাও ব্যবসা স্থাপন করা বা ব্যবসার সম্প্রসারণ ঘটানো।
তিনি আরও বলেন, তারা কয়েকগুণ বেশি অর্থ ফেরত পাবে এটি নিশ্চিত হওয়ার পরেই অর্থ ব্যয় করে। এবং এই কারণে তারা নির্বাচনে জয়ী লাভ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। ফলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকলেও তারা ক্ষান্ত হোন না।
উদাহরণ স্বরূপ দেশের উত্তরাঞ্চলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন নির্বাচনের সময় তিনি মনোনয়ন ক্রয় করেছিলেন। তিনি জানান, মনোনয়ন এর জন্য তিনি ২৪ লক্ষ টাকা ব্যয় করেছিলেন এবং নির্বাচিত হওয়ার জন্য আরো ২২ লক্ষ টাকা ব্যয় করেছিলেন।
তিনি আরও জানান, নির্ঝঞ্জাট ভাবে নির্বাচিত হওয়ার জন্য তিনি স্থানীয় কিছু আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও ঘুষ প্রদান করেছিলেন।
এব্যাপারে কয়েকজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বললে তারা অকপটে জানান এটি এক প্রকার বিনিয়োগ। নির্বাচিত হওয়ার পর পাঁচবছর মেয়াদকালে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবৈধ পথে এক থেকে পাঁচ কোটি টাকা নিজের ঝুলিতে জমা করেন।
উৎস: আস