• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন |

মিতু হত্যায় গ্রেপ্তার দুই জন রিমান্ডে

71চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামি আবু নসর গুন্নু এবং শাহজামান প্রকাশ রবিনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালত।

মিতু হত্যা মামলায় ওই দুই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী। পিপি ফখরুদ্দিন বলেন, মিত্যু হত্যা মামলায় দুই আসামি আবু নসর গুন্নু এবং রবিনকে দুপুরে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুজ্জামান ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ