খেলাধুলা ডেস্ক: ফুটবলে ভুলভাল রেফারিং, নিয়মিত ঘটনা। তবও চুপচাপ ফিফা। এই প্রযুক্তির যুগে কেন পুরানো নিয়মে সংস্কার আনা হচ্ছে না? রেফারিকে শুধু নয়, ফিফাকেও ফের কাঠ গড়ায় দাঁড় হতে হলো পেরু-ব্রাজিল ভুল রেফারিংয়ের কারণে।
কোপা আমেরিকার মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট। তা-ও শতবর্ষ। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গ্রুপ লিগে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচের পরে দুনিয়াজুড়ে ক্ষোভের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছিন্নভিন্ন হচ্ছে রেফারিং! সমালোচনার ঝড় উঠেছে ফিার বিরুদ্ধেও।
বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল ব্রাজিল। সেই ব্রাজিল, যারা আগের ম্যাচেই হাইতিকে সাত গোলে ডুবিয়ে এদিন নেমেছিল পেরুর বিরুদ্ধে। পেরু নিঃসন্দেহে ভাল টিম। তবে এদিনও শুরু থেকে আক্রমণের ঝড় তুলে দিয়েছিলেন দুঙ্গার ছেলেরা। তবে গোল পাননি। গোলমুখে পায়ের জটলা করে বারে বারে ব্রাজিলকে ফিরিয়েছে পেরু।