• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বদরগঞ্জে মাদরাসার ছাত্রকে অপহরনের অভিযোগ

Badarganj photoবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে প্রকাশ্য দিবালোকে আরিফুল ইসলাম (১৮) নামে একজন মাদরাসার ছাত্র অপহরনের শিকার হয়েছে।  শনিবার বিকেলে অপহরনের পর তার পিতা বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে অপহরনের ২দিন পরও অপহৃতাকে খুঁজে না পেয়ে পুত্র শোকে তার পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ জানান, উপজেলার দামোদরপুর ইউনিনের শেখেরহাট গোমস্তাপাড়ার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম রংপুরের জুম্মাপাড়া আলজামিয়াতুল করিমিয়া নুরুল উলুম মাদরাসার মিজান জামায়াতের একজন নিয়মিত ছাত্র। মাহে রমজান উপলক্ষ্যে গত এক সপ্তাহ পুর্বে সে গ্রামের বাড়ীতে চলে আসে। শনিবার (১১জুন) বিকেলে বাড়ী থেকে বের হয়ে স্থানীয় শেখেরহাট বাজারে গেলে ৫/৬জন অপরিচিত যুবক জোরপুর্বক তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এবিষয়ে অপহৃতার পিতা শহিদুল ইসলাম বলেন, অপহরনের পর সর্বশেষ ওইদিন সন্ধ্যা ৭টায় তার সাথে মোবাইল ফোনে কথা হওয়ার পর তখন থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য অনেক যায়গায় তার খোজ করার পরেও তাকে না পেয়ে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ওই এলাকার আলিনুর রহমান হাফেজ জানান, আরিফুল ইসলামকে খুঁজে না পেয়ে তার পিতা মাতা বর্তমানে শোকে অসুস্থ হয়ে পড়েছে।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, অপহরনের ঘটনায় অপহৃতার পিতা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এখন তদন্ত চলছে। তদন্ত পুর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ