বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে প্রকাশ্য দিবালোকে আরিফুল ইসলাম (১৮) নামে একজন মাদরাসার ছাত্র অপহরনের শিকার হয়েছে। শনিবার বিকেলে অপহরনের পর তার পিতা বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে অপহরনের ২দিন পরও অপহৃতাকে খুঁজে না পেয়ে পুত্র শোকে তার পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ জানান, উপজেলার দামোদরপুর ইউনিনের শেখেরহাট গোমস্তাপাড়ার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম রংপুরের জুম্মাপাড়া আলজামিয়াতুল করিমিয়া নুরুল উলুম মাদরাসার মিজান জামায়াতের একজন নিয়মিত ছাত্র। মাহে রমজান উপলক্ষ্যে গত এক সপ্তাহ পুর্বে সে গ্রামের বাড়ীতে চলে আসে। শনিবার (১১জুন) বিকেলে বাড়ী থেকে বের হয়ে স্থানীয় শেখেরহাট বাজারে গেলে ৫/৬জন অপরিচিত যুবক জোরপুর্বক তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এবিষয়ে অপহৃতার পিতা শহিদুল ইসলাম বলেন, অপহরনের পর সর্বশেষ ওইদিন সন্ধ্যা ৭টায় তার সাথে মোবাইল ফোনে কথা হওয়ার পর তখন থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য অনেক যায়গায় তার খোজ করার পরেও তাকে না পেয়ে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ওই এলাকার আলিনুর রহমান হাফেজ জানান, আরিফুল ইসলামকে খুঁজে না পেয়ে তার পিতা মাতা বর্তমানে শোকে অসুস্থ হয়ে পড়েছে।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, অপহরনের ঘটনায় অপহৃতার পিতা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এখন তদন্ত চলছে। তদন্ত পুর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।