রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি মহিলা সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এতে ৮৪ জনের মধ্যে ৮১ জন শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, কৃষি কর্মকর্তা ষষ্টী চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুলন্নবী মিঠু, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুর হোসেন মিয়া, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন সরকার প্রমূখ।
উল্লেখ্য, গত ৭ মে চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজারহাটে বিদ্যুতের ভেল্কিবাজী
কুড়িগ্রামের রাজারহাটে কয়েকদিনের টানা তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি রমজান শুরু হওয়ায় ঘন ঘন বিদ্যুতের যাওয়া-আসায় জনসাধারণ বিপাকে পড়েছে। কয়েকদিন ধরে ইফতারি, তারাবির নামাজ এবং সেহ্রীর সময় বিদ্যুতের ভেল্কিবাজী অব্যাহত রয়েছে। প্রতিদিন ৫-৬ বার বিদ্যুতের লোডশেডিং দেয়া হচ্ছে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী এস. এম মোজাম্মেল হক জানান, বর্তমান প্রতিদিন জেলায় ৩৯ মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গত ৩ দিন ধরে ২১ হতে ২৪ মেঘাওয়াট বিদ্যুত সরবরাহ হচ্ছে। এজন্য লোড শেডিং-এ পড়তে হচ্ছে। এদিকে সামান্য ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুতের লাইন বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের নির্দ্দিষ্ট নম্বরে টেলিফোন করেও তার কোনো সদুত্তর পাওয়া যায়না। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা বলেন, গাছপালার ডালে ঘর্ষণ লেগে বিদ্যুতের ফেজ পড়ে গেছে। এছাড়া তাদের নিকট আর কোনো আশার বাণী গ্রাহকদের শোনাতে রাজি নন তারা। কবে এসবের অবসান হবে, তা অত্র উপজেলার বিদ্যুতের গ্রাহকরা জানেন না। এসব দুর্দশা লাঘবে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছেন রাজারহাট উপজেলাবাসী।