• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

তুহিনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

Ub-2-667x500সিসি নিউজ: তিন কৃষি কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলা কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে ৩০ মিনিটের এই মানববন্ধন যৌথভাবে আয়োজন করে প্রকৃচি,বিসিএস ২৬ ক্যাডার,ফাংশনাল সার্ভিস এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কর্মকর্তাগণ।

নীলফামারী চৌরঙ্গীমোড়ের এই কর্মসুচিতে অংশ নেন জেলার সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

মানববন্ধন চলাকালিন সংক্ষিপ্ত বক্তব্য দেন  নীলফামারী কৃষি বিভাগের উপ পরিচালক গোলাম মোঃ ইদ্রিস, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারন সম্পাদক এনামুল হক, বিএমএর সাধারন সম্পাদক ডাঃ শংকর কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা জাফর ইনাম প্রমুখ। বক্তরা সরকারি কর্মকর্তাকে মারধরকারী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বিচার দাবি করে।

উল্লেখ যে সরকারের বোরো ধান সংগ্রহ অভিযানে জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নে  কৃষকদের নামের তালিকার অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন গত রবিবার (১২ জুন) দুপুরে জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাদেকুজ্জামান ও দুইজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরেন্দ্র রায় ও জাহাঙ্গীর আলমকে পিটিয়ে  লাঞ্চিত করে। এ ঘটনায় গত সোমবার (১৩ জুন) বিকালে জলঢাকা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান নিজে বাদী হয়ে জলঢাকা থানায় জলঢাকা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ ব্যাক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গত মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ১০টায় পুলিশ তুহিন কে গ্রেফতার করে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। সেদিন তুহিনের পক্ষে জামিনের আবেদন করা হলে আজ বৃহস্পতিবার জামিনের শুনানী খারিজ করে দেন নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমলি আদালত ২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা আক্তার। ফলে তুহিন জেলহাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তুহিনের পক্ষের আইনজীবী এ্যাডঃ আলিমুদ্দিন বসুনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ