• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন |

পার্বতীপুরে নবজাতকসহ স্বীকৃতির দাবিতে শ্বশুড়ের উঠোনে পুত্রবধূ

Shahnaj, Chaklaসিসি নিউজ: নবজাতক এক কন্যাশিশুসহ স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রভাবশালী শ্বশুড়ের বাড়িতে অবস্থান নিয়েছে অসহায় পরিবারের মেয়ে শাহনাজ। কিন্তু প্রভাবশালী ওই পরিবারের পুত্র তাহেরুল ইসলাম স্ত্রী-সন্তান রেখে অভিনব কায়দায় গাঢাকা দিয়েছে। শ্বশুড় বাড়ির লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ায় নবজাতককে কোলে নিয়ে উঠোনে অবস্থান করছে শাহনাজ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুন) সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাকলারহাট ঘোনাপাড়ায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, ওই এলাকার সাবেক মেম্বার জাহিদুল ইসলামের ছেলে তাহেরুল ইসলাম (২৩) বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার দিনমজুর আব্দুস সোবহানের মেয়ে শাহনাজ পারভীনের (১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় উভয়ের মধ্যে দৈহিক সম্পর্কও গড়ে ওঠে। শাহনাজের গর্ভে ভ্রণ সঞ্চার হলে নিরুপায় মেম্বার পুত্র তাহেরুল গত বছরের ১২ জানুয়ারী দিনাজপুর কোর্টে একটি এফিডেভিট সম্পাদন করে। পরদিন শাহনাজের নানাবাড়ি পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার সন্যাসী গ্রামের নিকাহ রেজিস্ট্রার জালাল উদ্দিনের মাধ্যমে ১২ লাখ ১৭ হাজার ২৫১ টাকা দেনমোহর ধার্য করে শাহনাজ-তাহেরুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বিষয়টি জানাজানি হলে সাবেক মেম্বার জাহেদুল ইসলাম ছেলেকে লুকিয়ে রাখে এবং কোর্ট এফিডেভিট ও বিয়ে অস্বীকার করে। তাহেরুল-শাহনাজের বিয়েকে অস্বীকার করে উল্টো গুমের মামলা দিয়ে অসহায় পরিবারটিকে নাজেহাল করতে ওই মেম্বার অপচেষ্টা চালাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এদিকে, স্বামী তাহেরুল অভিনব কায়দায় গাঢাকা দেয়ায় গত শুক্রবার সকালে নবজাতক কন্যাশিশু তারমিনসহ নিজের স্বীকৃতির দাবিতে শ্বশুড় বাড়িতে ঢুকে পড়ে শাহনাজ। কিন্তু চাচা শ্বশুড় লেবু, শ্বাশুড়ি তাহেরা বেগম, চাচি শ্বাশুড়ি জয়নব বেগমসহ ওই বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। একপর্যায়ে সন্তানকে কোলে নিয়ে ওই বাড়ির উঠোনে অবস্থান নেয় শাহনাজ। কিন্তু সেখানেও তাকে থাকতে দেয়া হয়নি। প্রভাবশালী শ্বশুড় সাবেক মেম্বার জাহিদুল ইসলাম শাহনাজকে টেনে-হিঁচড়ে রাস্তায় রেখে উঠোনের গেটে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় এলাকাবাসী এগিয়ে এলেও প্রভাবশালী পরিবারটির ভয়ে নিরব দর্শকের ভুমিকা পালন করছে।
এ বিষয়ে শাহনাজ বলেন, প্রেমের সম্পর্ক থাকায় গত বছর তাহেরুলের সাথে আমার বিয়ে হয়েছে। এই কন্যাশিশুটি তাহেরুলের ঔরসজাত সন্তান। কিন্তু আমার শ্বশুর আমাদের বিয়েকে অস্বীকার করছে এবং তাহেরুলকে লুকিয়ে রেখেছে।
অপরদিকে, বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাহিদুল ইসলাম বলেন, আমার ছেলের বিয়ের কথা আমি জানি না, তাই আমি ওই বিয়ে মানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ