বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে নির্মাণ শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে মোঃ বাবু ও রমজান আলীর নেতৃত্বে কর্মবিরতি পালন করে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট নির্মাণে এনইপিসি-৩ কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে দেশীয় শ্রমিকেরা। কিন্তু নানা নির্যাতনের কারণে শ্রমিকেরা সঠিকভাবে কাজ করতে পারছে না। সে কারণেই ১১ দফা দাবি আদায়ের লক্ষের কর্মবিরতি ঘোষণা করেন। ১১ দফা দাবির মধ্যে হলো শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, বিনা কারণে কোন লোক বাতিল করা যাবে না, এবং বাতিল কৃত ভালো শ্রমিকদের পুনরায় নিয়োগ দিতে হবে, শ্রমিকদের বেতন সর্বনিম্ন প্রতিদিন ৫০০ টাকা করতে হবে, ঈদ বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রত্যেক মাসে ৫তারিখের মধ্যে বেতন দিতে হবে, কোন শ্রমিক আহত বা নিহত হলে দায়ভার নিতে হবে, শারীরিক অসুস্থতার কারণে ছুটি মঞ্জুর করতে হবে, নামাযের জন্য নির্ধারিত স্থান দিতে হবে, সাইকেল গ্যারেজ বাড়াতে হবে, এবং সাইকেল হারালে তার দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে। উপরে উল্লেখিত দাবি সমূহ মেনে নিলেই তারা পুনরায় কাজে যোগ দিবেন বলে শ্রমিক নেতারা জানান।