• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের কর্মবিরতি

01বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে নির্মাণ শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচী পালন করেছে।  শুক্রবার সকাল ৮টা থেকে মোঃ বাবু ও রমজান আলীর নেতৃত্বে কর্মবিরতি পালন করে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট নির্মাণে এনইপিসি-৩ কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে দেশীয় শ্রমিকেরা। কিন্তু নানা নির্যাতনের কারণে শ্রমিকেরা সঠিকভাবে কাজ করতে পারছে না। সে কারণেই ১১ দফা দাবি আদায়ের লক্ষের কর্মবিরতি ঘোষণা করেন। ১১ দফা দাবির মধ্যে হলো শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, বিনা কারণে কোন লোক বাতিল করা যাবে না, এবং বাতিল কৃত ভালো শ্রমিকদের পুনরায় নিয়োগ দিতে হবে, শ্রমিকদের বেতন সর্বনিম্ন প্রতিদিন ৫০০ টাকা করতে হবে, ঈদ বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রত্যেক মাসে ৫তারিখের মধ্যে বেতন দিতে হবে, কোন শ্রমিক আহত বা নিহত হলে দায়ভার নিতে হবে, শারীরিক অসুস্থতার কারণে ছুটি মঞ্জুর করতে হবে, নামাযের জন্য নির্ধারিত স্থান দিতে হবে, সাইকেল গ্যারেজ বাড়াতে হবে, এবং সাইকেল হারালে তার দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে। উপরে উল্লেখিত দাবি সমূহ মেনে নিলেই তারা পুনরায় কাজে যোগ দিবেন বলে শ্রমিক নেতারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ