• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন |

সৈয়দপুরের বায়তুননূর মসজিদ কমিটির সংবাদ সম্মেলন

সিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ডালপট্টিস্থ বায়তুননূর মসজিদ কমিটি সংবাদ সম্মেলন করেছে। ওই মসজিতের ঈমাম কর্তৃক আজানের উপর বয়ান প্রদানকালে নবী ( সা:) কে অবমাননা/ কুটুক্তি-এর অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার তারাবির নামাজের পর মসজিদের ৪র্থ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি ইনআমুল হাসান সা’দী উপস্থিত সাংবাদিকদের কাছে ওইদিনের বয়ানের ব্যাখ্যা প্রদান করে বলেন, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে অপপ্রচার করছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা । আমি সেদিন কোন প্রকার নবী (সা:) সর্ম্পকে অবমাননা বা কুটুক্তি করেনি- এটি ওই মুসল্লির হয়তো শুনতে ভুল হতে পারে।

সম্মেলন উপস্থিত  থেকে বক্তব্য রাখেন কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সহ- সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মো: ছাদিক, কোষাধ্যক্ষ আলী ইমাম, মুয়াজ্জেম জানে আলম, নবীউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত ৮ জুন বুধবার মসজিদেও ঈমাম হাফেজ মাওলানা মুফ্তী ইনআমুল হাসান সা’দী তার বয়ান কালে কোন প্রকার নবী (সা:) সর্ম্পকে অবমাননা বা কুটুক্তি করেনি। এটি অপপ্রচার এবং মোক্তার সাঈদী নামের মুসল্লিকে লাঞ্চিত করার ঘটনাটি ও ভিত্তিহীন। সেদিন এখানে ওই মুসল্লি ঈমামের উপর না বুঝে চড়াও হলে তাকে শুধু মাত্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়েছিল। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। বক্তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ